ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বুধবার স্বর্ণ বেচাকেনা বন্ধ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ১২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

দেশের সব সোনার দোকান আগামী বুধবার (১৩ অক্টোবর) বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি মঙ্গলবার (১২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।

সংগঠনটির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জুয়েলার্স সমিতি বলছে, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশের সব জুয়েলারি দোকান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

সিদ্ধান্ত অনুযায়ী পুজোর দিন বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার জন্য অনুরোধ জানায় জুয়েলার্স সমিতি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি